[english_date]।[bangla_date]।[bangla_day]

বন্যায় ক্ষতিগ্রস্তদের ১২,৮৪৮ টন চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক বন্যায় দেশের ৩৩ জেলায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে মানবিক সহায়তা হিসেবে বিতরনের জন্য এ পর্যন্ত ১৯ হাজার ৫১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিতরন করা হয়েছে ১২ হাজার ৮৪৮ মেট্রিক টন। সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলো থেকে গত রবিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ৪ কোটি ২৭ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরন করা হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৮১ হাজার ৭০০ টাকা। শিশুখাদ্য সহায়তা হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৫৪ লাখ টাকা এবং বিতরন করা হয়েছে ১ কোটি ২ লাখ ৭ হাজার ১০৬ টাকা। গোখাদ্য ক্রয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি ৩০ লাখ, বিতরনের পরিমাণ ২ কোটি ১৩ লাখ ৩৪ হাজার টাকা। শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৬৮ হাজার এবং বিতরণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৮৪২ টি। ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে ৪০০ বান্ডিল, বিতরণ করা হয়েছে ১০০ বান্ডিল। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *