[english_date]।[bangla_date]।[bangla_day]

চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে -বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী

নিজস্ব প্রতিবেদকঃ

মাধবপুর, হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারী এককালীন সরকারি অনুদান বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহুবব আলী এম.পি।

শুক্রবার সকালে সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে প্রতিমন্ত্রী বলেন শেখ মুজিবুর রহমান চা-শ্রমিকদের ভোটের অধিকার দিয়েছেন, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে আর্থিক অনুদান, রেশন সুবিধা, লেখাপড়ার সুবিধা, চিকিৎসাসেবা প্রদান করেছেন। তিনি জানান চুনারুঘাট উপজেলায় অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যান সহ দেশের সকল পর্যটন স্পটের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী ২০ হাজার কোটি টাকা প্রদান করেছেন।

উল্লেখ্য উপজেলার ৫টি চা-বাগানের ৩৭৪৯ জন উপকারভোগী ২০১৮-১৯ অর্থ বছরে ১ কোটি ৪৭ লক্ষ ৪৫ হাজার টাকা পাবেন।

উপজেলা নির্বাহী অফিসার তাশনূভা নাশতারানের সভাপত্বিতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার, বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মজিব উদ্দীন তালুকদার, আওয়ামী লীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, স।বেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধাা সুকোমল রায়,চেয়রাম্যান শফিকুল ইসলাম, তৌফিকুল আলম চৌধুরী, সুকোমল রায়, প্রেস সেক্রেটারী সাব্বির হাসান,আওয়ামীলীগ নেতা বাবুল হোসেন খান,তাজুল ইসলাম,বেনু রায়, মিজানুর রহমান, আইয়ুব খান, উজ্জ্বল পাঠান, চা-শ্রমিক নেতা প্রদীপ গৌর, মীরা কৈরি, দুলাল ঘোষ, রবীন্দ্র বেলি প্রমুখ ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *