[english_date]।[bangla_date]।[bangla_day]

মাধবপুরে ১০০ বোতল ফেনসিডিল ও প্রাইভেট কার সহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ফেনসিডিল ও প্রাইভেট কার সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত ৯ টার সময় উপজেলার নোয়াহাটি – চৌমুহনী রোডের শাহজাহান পুর ইউনিয়নের রতনপুর ব্রিজের নিকট থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও প্রাইভেট কার ( ঢাকা মেট্রো গ : ৩৪-২২৪৮) সহ মো: রাজ স্বরাজ (৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। রাজ স্বরাজ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কৈতাল আদমপুর গ্রামের মৃত আফসার উদ্দিন এর ছেলে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেছেন, গ্রেফতারকৃত ব্যাক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *