
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি(রাঙ্গামাটি)প্রতিনিধিঃ- রাঙ্গামাটির বিলাইছড়িতে প্রচণ্ড শীতের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।কোন কোন দিন সূর্য দেখা মেলেনা। কাপঁছে পাহাড়। ছিন্নমূল মানুষের পাশে সাহায্যের হাত বাড়াতে সকল প্রশাসনের সুদৃষ্টির প্রয়োজন। বিশেষ করে গরম কাপড়, কেটা, কম্বল, চাদর ও প্রয়োজনী কাপড়- চোপড়।
ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে সড়ক ও নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষিশ্রমিক ও পাহাড়ি এলাকার দরিদ্র জনগোষ্ঠী। অনেকেই প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে কাজে যেতে পারছেন না।
ফারুয়া ইউনিয়নের মেম্বার সুবানন্দ, সিদ্ধার্থ সঙ্গে কথা বলে জানা গেছে, পাহাড়ের ঢালে বসবাস কারীরা সূর্যের দেখা না পাওয়ায় সারাদিনই ঠান্ডায় থাকতে হচ্ছে। আগুন পোহাতে হচ্ছে। এছাড়াও বড়থলি, বিলাইছড়ি এবং কেংড়াছড়ি ইউনিয়নেও একই তথ্য জানান। সবচেয়ে বিপাকে রয়েছেন সাইচল, গবাইছড়ি, সারবোয়া তলী,মন্দিরা ছড়া,তাংকইতাং, তাড়াছড়ি, চ-ছরি,গোছড়া, পোছড়া,আমকাটাছড়া এলাকার বাসিন্দারা। ঘরে ঘরে শিশু ও বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে অসুবিধা হচ্ছে। পাশাপাশি বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতিও তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে।
এদিকে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জানা গেছে। হাসপাতালেও শীতজনিত রোগীর সংখ্যা লক্ষ্যণীয়। চিকিৎসকরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, গরম পোশাক ব্যবহারের পাশাপাশি শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত শীতের এই ভোগান্তি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।