
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-বিলাইছড়ি উপজেলার কৃতি সন্তান, ৬ষ্ঠ সংগীতিকারক,অগগমহাসদ্ধম্মজ্যোতি ক ধ্বজ,পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সংঘরাজ, প্রয়াত রাজগুরু অগ্রবংশ মহাথপরোর ১৮ তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০ টায় কেরনছড়ি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ভিক্ষু সংঘ ও বিহার পরিচালনা কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষ্যে সংঘদান, অষ্ঠপরিস্কার দান,পিন্ডদান ও স্বরন সভা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দীঘলছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ আর্য্যলঙ্কার মহাথের, কেরনছড়ি দশবল বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ বিপুল জ্যোতি মহাথেরো।এছাড়াও উপস্থিত ছিলেন শাক্যপ্রিয় ভিক্ষু, শাসন জ্যোতি ভিক্ষু, ওয়ার্ড মেম্বার দয়ারঞ্জন চাকমা,সুশীল কার্বারী, দশবল বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আরতি চাকমা, বিশিষ্ট দায়িকা নিরদাবালাসহ ভিক্ষুসংঘ ও দায়ক-দায়িকা বৃন্দ।