
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।
শুক্রবার (২ জানুয়ারি) রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার সকল জামে মসজিদে আজ পবিত্র জুমার নামাজ শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার প্রতিটি মসজিদে স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত এই মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত এবং পরকালীন শান্তি কামনা করা হয়। দোয়া মাহফিলে বিলাইছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেও বিশেষ প্রার্থনা করা হয়।