
চন্দনা কয়রা, খুলনা প্রতিনিধি :
” প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে
কয়রায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত হয়েছে।
৩ জানুয়ারী, শনিবার বেলা ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে কয়রা উপজেলা সমাজসেবা কমকর্তা মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসারের ইউনিয়ন সমাজকর্মী মোঃ ইয়াসিন আরাফাতের সঞ্চলনায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ফায়ার সার্ভিসের প্রধান মোঃ আব্দুস সালাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এফ, এম মনিরুজ্জামান, উপজেলা তথ্য আপা আমেনা খানম, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াসাদ আলী, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন ফিল্ড সুপারভাইজার গোপাল চন্দ্র মণ্ডল, শিক্ষক আরিফুল ইসলাম ছানা, সমাজসেবা অফিসের সমাজকর্মি মোঃ রিয়াজুল ইসলাম, আবু সাইদ, দেব প্রসাদ মন্ডল, আলমগীর হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজসেবার আওতাধীন বিভিন্ন এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সমাজসেবার আওতাধীন ভাতাভোগী, সুশীল সমাজের ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।