[english_date]।[bangla_date]।[bangla_day]

পুষ্পকানন’র নতুন চমক “শূন্য হৃদয়”

নিজস্ব প্রতিবেদকঃ

.
প্রকাশিত হয়েছে পুষ্পকানন ইসলামী সাংস্কৃতিক ফোরাম’র প্রযোজনায় আবেদনমূলক
মিউজিক ভিডিও ইসলামী সংগীত “শূন্য হৃদয়”

গানটির কথা লিখেছেন এ প্রজন্মের তরুণ গীতিকবি সোহেল রানা আশিক।
সুরারোপ করেছেন তরুণ গীতিকার সুরকার এবং উপস্থাপক ইমরান হোসাইন।
গানটিতে কন্ঠ দিয়েছে,পুষ্পকানন’র কিশোর শিল্পী হাবিবুল্লাহ হুমাইদী।

গানটি সম্পর্কে সোহেল রানা আশিক বলেন,”গানটিতে প্রাণের সঠিক আবেদনগুলোই গানের ভাষায় তুলে ধরা হয়েছে,সবার মন ছুঁয়েযাবে আশাকরি।

ইমরান হোসাইন বলেন,”শূন্য হৃদয় “গানটি ভিন্নমাত্রিক একটি গান,এই প্রথম পুষ্পকানন’র মিউজিক ভিডিও বিগবাজেটের ইসলামী সংগীত এটি।
সবার ভালো লাগবে আশাকরি।

“শূন্য হৃদয়” গানটি প্রকার করা হয়েছে পুষ্পকানন’র নিজস্ব ইউটিউব চ্যানেলে।
চ্যানেল লিংকঃ https://m.youtube.com/channel/UCVI5PVlDnOy_GGjz2sXRYgw

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *