[english_date]।[bangla_date]।[bangla_day]

এক সরলরেখায় তৈরি হল কিভাবে ভারতের সাত বিখ্যাত শিব মন্দির ?

নিজস্ব প্রতিবেদকঃ

আজ থেকে বহু বহু বছর আগে ভারতে তৈরি হয়েছিল অনেক মন্দির। দেবাদিদেব শিবের কয়েকটি মন্দির এর মধ্যে বিখ্যাত। এইসব মন্দির তৈরির সময় না ছিল কোনও প্রযুক্তি, না ছিল স্যাটেলাইট। কিন্তু ভালোভাবে খুঁটিয়ে দেখলে অবাক হতে হয়, কারণ ভারতের সাতটি অতি প্রাচীন শিব মন্দির অবস্থান করছে একই সরলরেখায়। উত্তরে কেদারনাথ থেকে দক্ষিণে রামেশ্বরম অবধি রয়েছে এই সাতটি প্রাচীন মন্দির। এদের প্রত্যেকের দ্রাঘিমাংশ একই। এর সবকটিই ৭৯ ডিগ্রি ৪১ মিনিট ৫৪ সেকেন্ড পূর্বে অবস্থিত।

বলা হয়, যোগের হিসেবের মাধ্যমে তৈরি করা হয়েছিল এইসব মন্দির। এর মধ্যে পাঁচটি শিব মন্দির প্রকৃতির পাঁচ উপাদানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। যেমন- থিরুভানাইকাভালের মন্দির জলের প্রতীক, থিরুভান্নামালাইয়ের মন্দির অগ্নির প্রতীক, কালহস্তী মন্দির হল জলের প্রতীক, ভূমির প্রতীক হল কাঞ্চীপুরম আর চিদম্বরম মন্দির আকাশের প্রতীক। জেনে নিন একই দ্রাঘিমাংশে কোথায় অবস্থান করছে সাতটি বিখ্যাত শিবমন্দির:

১. কেদারনাথ মন্দির- অক্ষাংশ ও দ্রাঘিমাংশ (30.7352°, 79.0669), ২. কালেশ্বরম মুক্তেশ্বরা স্বামী মন্দির- অক্ষাংশ ও দ্রাঘিমাংশ (18.8110, 79.9067), ৩. শ্রীকালহস্তী মন্দির – অক্ষাংশ ও দ্রাঘিমাংশ (13.749802, 79.698410), ৪. কাঞ্চীপুরম একম্বরেশ্বর মন্দির- অক্ষাংশ ও দ্রাঘিমাংশ (12.847604, 79.699798), ৫. তিরুভান্নামালাই আন্নামালিয়ার মন্দির- অক্ষাংশ ও দ্রাঘিমাংশ (12.231942, 79.067694), ৬. চিদাম্বরম নটরাজ মন্দির- অক্ষাংশ ও দ্রাঘিমাংশ (11.399596, 79.693559), ৭. রামেশ্বরম রামনাথস্বামী মন্দির- অক্ষাংশ ও দ্রাঘিমাংশ (9.2881, 79.3174), দেখে নিন কিভাবে একই সরলরেখায় রয়েছে এইসব মন্দির (ভিডিও- Magical Indian)

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *