নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনা ঃ
সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করেছে পশ্চিম বনবিভাগের কর্মকর্তাবৃন্দ।
১৯ জানুয়ারী, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কয়রার কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দোবেকী টহল ফাঁড়ীর প্রবেশ নিষিদ্ধ ব·খালী খাল এলাকায় মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করা হয়েছে। ২ টি নৌকা সহ তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন, সোবহান মাতুব্বর ,আল আমিন মাতুব্বার, রাহুল মাতুব্বার, জাহিদুল ইসলাম গাজী, মাকছুদুল ইসলাম ও মাকসুদুল আলম।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply