[english_date]।[bangla_date]।[bangla_day]

সাতক্ষীরার শ্যামনগর কৈখালী এস আর হাই স্কুলে গুণীজন সংবর্ধনা ও শিক্ষার্থী পুনর্মিলনী।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয়ে গুণীজন সংবর্ধনা ও প্রাক্তন শিার্থী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৪ এপ্রিল) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের এস আর মাধ্যমিক বিদ্যালয় চত্তরে গুণীজন সংবর্ধনা, প্রাক্তন শিক ও প্রাক্তন শিার্থী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক অসিত কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্য বিধু¯্রবা মন্ডল, সাতীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, সাতীরা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, শ্যামনগর উপজেলা প্রেসকাবের সভাপতি জি এম আকবর কবীর, কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম, রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পতিত পাবন মন্ডল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন কৈখালী বুলবুল ফাউন্ডেশনের চেয়ায়রম্যান ব্যাংকার জি এম বুলবুল আহমেদ,প্রভাষক মহসিন হোসেন ও শেখ আবু দাউদ।

উল্লেখ্য কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। একাধিকবার স্থান পরিবর্তন করে সর্বশেষ ১৯৭২ সালে কৈখালী ইউপির যাদবপুর গ্রামে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা হয়। ইংরেজি ২০২২ সালে বিদ্যালয়টির ৫০ বছর পূর্ণ হয়।

ছবি- সাতক্ষীরার শ্যামনগর কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে স্বারকগ্রন্থ উন্মোচন করছেন প্রধান অতিথি এমপি জগলুল হায়দার সহ অতিথিবৃন্দ।

রনজিৎ বর্মন

তাং-২৪.৪.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *