[english_date]।[bangla_date]।[bangla_day]

সরিষাবাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ

স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে শীতার্তদের মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩জানুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের উপ-স্বাস্থ্য ক্লিনিকের সামনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

পোগলদিঘা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সামস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের এমপি মনোনয়ন প্রত্যাশি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আব্দুস ছামাদ আজাদ (তারা)।

এতে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সহ উপজেলা আ.লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিতরণে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস ছামাদ আজাদ তারা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। তারই ধারাবাহিকতায় এই তীব্র শীতে সামান্য শীতবস্ত্র নিয়ে অসহায় হতদরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।

এ-সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আব্দুস ছামাদ আজাদ তারা’র নিজস্ব অর্থ্যায়নে প্রায় ৩শতাধিক হতদরিদ্রদের মাঝে নিজ হাতে এই শীতবস্ত্র বিতরণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *