[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগরে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসকাবে শনিবার সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন এম.আর কিনিকের কার্যকরী পরিষদের প্রতিষ্ঠাতা সহ অন্যান্য সদস্যবৃন্দ।

প্রেসকাব হলরুমে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এম আর কিনিকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলাইমান হোসেন। তার লিখিত বক্তব্যে বলেন, সাতীরা মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ আনিছুর রহমান কিনিকের সার্জন হিসাবে বিভিন্ন সময়ে পরামর্শ দিতেন এবং তিনি নিজে এম আর কিনিকের একটি শেয়ারও ক্রয় করেন। এ অবস্থায় মালিকানাকে শক্ত করতে মতার অপব্যাবহার করে শ্যামনগর থানায় শ্যামনগর এম আর কিনিক দখল নিয়ে শত্রুতার জের ধরে রিডা হাসপাতালের ইনডোর ম্যানেজার মোঃ আলিমুল ও শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উপজেলা সভাপতি জি এম রহমত আলীর নামে মিথ্যা মামলা করেন। যার নং-২৪। তাং-২৪/৩/২৩। কিনিক কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ লিখিত বক্তব্যে বলেন ডাঃ আনিসুর রহমান বর্তমানে কিনিকে অপারেশন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কিন্ত সরকারি নিয়ম অনুযায়ী কিনিকে নেই কোন ডিপ্লোমা নার্স, অ্যানেসথিয়া চিকিৎসক, ডিউটিরত চিকিৎসক। এ অবস্থায় কিনিকের ওটি কার্যক্রম বন্ধ সহ মিথ্যা মামলা থেকে রেহাই পেতে যথাযথ কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করেছেন।

সংবাদ সম্মেলনকালিন সময়ে উপস্থিত ছিলেন লাবনী পারভীন, বেলাল, মোঃ মিজানুর রহমান, অনিল চন্দ্র বৈদ্য, শাহাজান সিরাজ ,আঃ বারী প্রমুখ।

অপরদিকে সকাল ১১ টায় আয়োজনে শ্যামনগর উপজেলা সর্বস্তরের জনগণ নামীয় ব্যানারে ডাঃ আনিছুর রহমান কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একটি বিােভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদণি করে শ্যামনগর উপজেলা প্রেসকাবের সামনে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন এম আর কিনিকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলাইমান হোসেন, ভূমিহীন নেতা মোকছেদ আলী, তাবাছুম তাসলিম মীম প্রমুখ।

ছবি- ১। শ্যামনগর প্রেসকাবে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এম আর কিনিকের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন।
২। শ্যামনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।

রনজিৎ বর্মন
তাং-১.৪.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *