[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগরে নকিপুর বালিকা বিদ্যালয়ের বার্ষিক ফল প্রকাশ।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, প্রভাষক সামিউল আযম মনির, সাবেক প্রকৌশলী শেখ আফজাল হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রেহেনা আরজু, ইউপি সদস্য দেলোয়ারা বেগম, সাবেক ইউপি সদস্য আঃ খালেক, মর্ডাণ কিনিক পরিচালক ডাঃ তপন কুমার মন্ডল,অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্র নাথ বিশ^াস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিপি ও শ্যামনগর ইউপি চেয়ারম্যান অ্যাড.জহুরুল হায়দার বাবু।

ফল প্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *