
রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার (৩ জানুয়ারী) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। প্রধান অতিথি বক্তব্যে জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরেন।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সুব্রত কুমার বিশ^াস, শ্যামনগর থানার ওসি(তদন্ত) মোঃ পিয়ার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, সিডিওর পরিচালক গাজী আল ইমরান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মোস্তফা কামাল, রিপোর্টাস ক্লাব সভাপতি এসকে সিরাজ, মাওলানা মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মানবসেবায় বিশেষ অবদান রাখার জন্য সিডিওকে ও শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী হিসাবে আনোয়ারা পারভীনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
ছবি- শ্যামনগরে জাতীয় সমাজসেবা দিবসে প্রধান অতিথি ইউএনও শামসুজ্জাহান কনক সম্মাননা স্বারক প্রদান করছেন সিডিওকে।