[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীতে নীলডুমুর উত্তর পাড়া যুব উন্নয়ন সংঘের আয়োজনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর)বিকাল ৪টায় মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলডুমুর ১৭-বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসান, পশ্চিম সুন্দরবন সাতীরার সহকারী বন সংরক এম এ কে এম ইকবাল হোছাইন চৌধুরী,বুড়িগোয়ালিনী নৌ-থানার ইনচার্জ খাঁন মোঃ শরিফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, প্রেসকাবের সভাপতি জি এম আকবর কবীর প্রমুখ।

নৌকা বাইচ প্রতিযোগিতায় চারটি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার গ্রহণ করে গাবুরা ৯নং সোরার নৌকা,দ্বিতীয় পুরস্কার গ্রহণ করে আশাশুনি উপজেলার পুইজাল গ্রামের সোনার তরী নামক নৌকা। পুরস্কার তুলে দেন সাবেক ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জে এম নুর ইসলাম।

ছবি- শ্যামনগরে খোলপেটুয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *