নিজস্ব প্রতিবেদকঃ

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া সহ মোট ১৯ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
পুলিশ পরিদর্শক(নিঃ) রাসুল সামদানী আজাদ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন চর পাড়া এলাকা হইতে প্রতারণা মামলার আসামী ১।কবির(৩২), পিতা-মোঃ রিপন মিয়া, সাং-পুরোহিত পাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আসাদুজ্জমান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা বাইপাস (ঢাকা বাইপাস) সংলগ্ন এস.বি কম্পিউটার নামক দোকানের সামনে হইতে দ্রুত বিচার মামলার আসামী ১। জাহিদুল ইসলাম (২৩), ২। মোঃ রিয়াজুল ইসলাম সোহাগ (২৫), উভয় পিতামৃত- দেলোয়ার হোসেন, উভয় সাং-মাসকান্দা পশ্চিম পাড়া, ৩। মোঃ রশিদ (২৬), পিতা-মৃত শহিদুল, সাং-মাসকান্দা, দক্ষিণ পাড়া, ৪। কাওসার আহেম্মেদ তুষার (২৫), পিতা-মৃত হাফিজুর রহমান, সাং-সেহড়া, ধোপাখোলার মোড়, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে (১) একটি কমলা রংয়ের প্লাস্টিকের হাতলযুক্ত চাকু উদ্ধার করেন। যাহা স্টীলের, একপাশ ধারালো, দৈর্ঘ্য অনুমান ৮.৫ ইঞ্চি, চাকুটির স্টীলের অংশে ইংরেজীতে খোদাই করা KIWI BRAND STAINLESS STEEL লেখা আছে, প্লাস্টিকের হাতলে খোদাই করে ইংরেজীতে KIWI লেখা আছে এবং নগদ ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী বর্মণপাড়াস্থ জনৈক হযরত আলী বসত বাড়ীর ধৃত আসামীর ভাড়াকৃত বসত ঘর হইতে মাদক মামলার আসামী ১।মোছাঃ রেহেনা আক্তার (৩৩), পিতা-মোঃ খলিলুর রহমান, স্বামী-আসাদুজ্জামান জুয়েল, সাং-কেওয়াটখালী রেলওয়ে কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৩৮(আটত্রিশ)গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) মনিতোষ মজুমদার এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন ৫৪নং পুরোহিতপাড়া এলাকা মারামারি মামলার আসামী ১। মোঃ লিমন (২৬), পিতামৃত-আঃ হাকিম, সাং-৫৪নং পুরোহিতপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)হারুন অর রশিদ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন অস্টধার এলাকা হইতে অন্যান্য মামলার আসামী ১। মোহাম্মদ আলী(৪০), পিতামৃতঃ আক্কাস আলী, সাং-কুঠুরাকান্দা, পূর্বপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মনিতোষ মজুমদার এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন বাকৃবি শেষ মোড় পাকা রাস্তার উপর অন্যান্য মামলার আসামী ১। মোঃ ছাবেদ আলী(৪০), পিতা-মোঃ মজিবুর, সাং-উজান কাশিয়ারচর, থানা-গৌরিপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ)সুমন চন্দ্র দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী ১। মোঃ শফিকুল ইসলাম ওরফে শফিক (৫০), পিতা-মৃতঃ আহাম্মদ আলী, সাং-বাদেকল্পা, থানা-গৌরিপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ)মনিতোষ মজুমদার, অসীম কুমার দাস, তাইজুল ইসলাম, নিরুপম নাগ, আসাদুজ্জামান, এএসআই(নিঃ)কাজল মিয়া, ফরহাদ, মাসুম, চান মিয়া প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৯টি জিআর বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৯জন।
১। রিয়াদুল ইসলাম সোহাগ, পিতা-দেলোয়ার হোসেন দেলু, সাং-মাসকান্দা পশ্চিমপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
২ রিয়াদুল ইসলাম সোহাগ(২৪), পিতা-মৃতঃ দেলোয়ার হোসেন দেলু, সাং-মাসকান্দা গনসার মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
৩। মোঃ তুষার(২৫), পিতা-হাফিজুল ইসলাম, সাং-সেহড়া ধোপাখলা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
৪। টুলটুল(২৫), পিতা মৃত-আ: কুদ্দুস, সাং-ভাবথালী,থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
৫। কবির হোসেন (৪৫), পিতা মৃত-আ: কুদ্দুস, সাং-ভাবথালী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
৬। মোঃ রাকিব হোসেন(২৫), পিতা মোঃ আলী হোসেন, সাং-ভাবথালী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
৭। জনি(২২) পিতা-কবির উদ্দিন, সাং-ভাবখালী, ,থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
৮। আনোয়ার মাহমুদ রুবেল, পিতা-মাহবুবর রহমান মিন্টু, সাং-ষ্টেশন রোড, (৩৭ মালগুদাম), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
৯। রাজিব(২২), পিতা-মোঃ লতিফ ওরফে লতে, সাং-উইনার পাড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
Leave a Reply