নিজস্ব প্রতিবেদকঃ

এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার তেলিখালী ইউনিয়নে ও পৌরসভার হাসপাতাল রোড সংলগ্ন
বাইপাস সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতার শেষে তেলিখালী ইউনিয়ন থেকে জাতীয় পার্টি জেপির নেতাকর্মীরা ফেরার পথে স্থানীয় ছাত্র লীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এর কিছুক্ষন পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের ভান্ডারিয়ার পোনা নদীর ব্রিজ সংলগ্ন ব্যবসায়ীক কার্যালয়ে হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং কয়েক জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম জানান, ভান্ডারিয়া জাতীয় পার্টি
জেপির দলীয় নেতা-কর্মীরা তাঁর ব্যবসায়ীক কার্যালয়ে ও নেতাকর্মীদের প্রতি হামলা চালিয়েছে। এতে আওয়ামী লীগের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।
অপরদিকে, ভান্ডারিয়া জাতীয় পার্টি- জেপি (মঞ্জু) সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যবসায়ীক কার্যালয়ের হামলা ও ভাংচুরের বিষয়ে অভিযোগ অস্বীকার করে বলেন, তেলিখালী ইউনিয়নে একটি ইফতার অনুষ্ঠানে গেলে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। এতে তিন জন আহত হয়েছে।
এছাড়াও সংঘর্ষের ঘটনায় তাত্ক্ষণিক নিন্দা জানিয়েছেন ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার।
ভান্ডারিয়া থানার ওসি মো: আসিকুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন আছে।
Leave a Reply