নিজস্ব প্রতিবেদকঃ

এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ইউপি চেয়ারম্যান সহ আওয়ামিলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় পার্টি জেপির দায়েরকৃত মামলা প্রত্যাহার এর দাবিতে মানববন্ধন করেছে ১নং ভিটাবাড়ীয়া ইউনিয়নের সর্বস্তরের জনগন। শুক্রবার ২৮ এপ্রিল বিকেল উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের এরশাদ সেতু সংলগ্ন মঞ্জু মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধার নেতৃত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভিটাবাড়িয়া ইউনিয়নের আওয়ামী যুবলীগ সভাপতি, সওকত হোসেন সোহাগ। যুবলীগ নেতা , মোঃতুহিন হাওলাদার। ভিটাবাড়িয়া ইউনিয়ন ছাএলীগ সভাপতি, মো. সিফাত মৃধা। সাধারণ সম্পাদক, আরিফ শরিফ। সহ মো. তারেক সিকদার। মো. ফিরোজ সিকদার। মো. বেলায়েত মৃধা। মো. বাচ্চু হাওলাদার। মো. রবি সরদার। মাওলানা মো. আলাউদ্দিন সহ আরও অনেকে।
বক্তব্যে মশিউর রহমান মৃধা বলেন, কথিত ঘটনার ৮ দিন পর তেলিখালি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মো. শামসুদ্দিন হালাদার এবং উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি এনামুল কবির টিপু সহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় পার্টি (মঞ্জু) কর্তৃক মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানাই।
Leave a Reply