[english_date]।[bangla_date]।[bangla_day]

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পৈকখালী প্রাথমিক বিদ্যালয়।

নিজস্ব প্রতিবেদকঃ

এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৯২নং উত্তর পৈকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা। শুক্রবার বিকালে ফাইনাল খেলায় ৩-০ গোলে পিরোজপুর সদর উপজেলার স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

স্কুলের প্রধান শিক্ষিকা মুকুল খানম বলেন, স্কুলের ছাত্র ছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশের জন্য খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এ জেলা পর্যায়ে আমার সোনামণিরা চ্যাম্পিয়ন হয়েছে, তাদের সকলের শুভকামনা ও মঙ্গল কামনা করছি।

সহকারী শিক্ষক মো. মুরাদুল ইসলাম বলেন, আমরা গতবছরও এই টুর্নামেন্টে ফাইনাল খেলেছি দুর্ভাগ্যবশত আমরা হেরে গিয়েছিলাম, তখন ছাত্রীরা কান্নায় ভেঙ্গে পরেছিলো, আমি তাদেরকে আশ্বাস দিয়েছিলাম আগামী বছর ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করব৷ আমার স্কুলের ছাত্র ছাত্রীরা যেমন লেখা পড়ায় বেশ মনোযোগী তেমনি খেলাধুলায় দুর্দান্ত। আমার ছাত্রীরা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, শ ম রেজাউল করিম এর কাছ থেকে পুরস্কার পেয়ে তারা আরো অনুপ্রাণিত হয়েছে, ভবিষ্যতে তারা বিভাগীয় পর্যায়ে খেলবেন এবং এই বিজয় অব্যাহত থাকবে। নাদীরা ইসলাম সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন। নাদীরা বলেন আমি স্বপ্নদেখি একদিন জাতীয় দলের হয়ে খেলবো।

অভিভাবক আমিনুল ইসলাম বলেন, আমার সন্তানরা এই স্কুলে লেখাপড়া করে যেমনি মেধাবী হচ্ছে তেমনি মেধা বিকাশের জন্য নিয়মিত খেলাধুলাও করছে, আমি স্কুলের সকল শিক্ষকদের ও ম্যানেজিং কমিটির সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

নাদীরার বাবা দুলাল সিকদার বলেন, আমার মেয়ে এই টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরস্কার পেয়েছে, আমার মেয়ের স্বপ্ন হলো সে একদিন জাতীয় দলে খেলবে এবং দেশের নাম উজ্জ্বল করবেন।

এসময়, চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী আনন্দ মিছিল করেন।

এম এফ এইচ রাজু

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *