
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-ফারুয়া ইউনিয়নের হেডম্যান ও কার্বারী এসোসিয়েশন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ২৯৯ নং রাঙ্গামাটির আসনে সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. দীপেন দেওয়ান।
তিনি সোমবার(৫ জানুয়ারি) ১১ টায় নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন ফারুয়া ইউনিয়ন এসোসিয়েশনের সভাপতি হেডম্যান নির্মল তঞ্চঙ্গ্যা। এছাড়াও উপস্থিত ছিলেন সমূল্য হেডম্যান, রিনলম বম পালম, চাথোয়াই রোয়াজা, উজ্জ্বল হেডম্যান এবং ভরত চন্দ্র তঞ্চঙ্গ্যা প্রমূখ।