[english_date]।[bangla_date]।[bangla_day]

নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ রিফাত পাটোয়ারী মতলব দক্ষিণ প্রতিনিধিঃ

সততার আলো প্রাণে প্রাণে জ্বালো শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার( ১৭ জানুয়ারি )সকাল ১১ ঘটিকায় নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উপকরণের মধ্যে ছিলো দুর্নীতি দমন কমিশনের শ্লোগান, স্কুল ব্যাগ, ছাতা,জ্যামিতি বক্স, খাতা, কলম,পানির পট,হ্যান্ড ব্যাগ, টিফিন বক্স স্কেলসহ অন্যান্য সামগ্রী।

নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীন আক্তার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মাইনুল ইসলাম টিপুর সঞ্চালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যাপক একেএম সাইফুল করিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মুক্তার আহমেদ, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা সদস্য মোঃ মাসুদ রানা, নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রভাষক ও সাংবাদিক মোঃ আরিফ বিল্ল্যাহ, অত্র বিদ্যালয়ের গভর্নিংবডির সদস্য মোঃ আবদুল লতিফসহ, সহকারী শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *