[english_date]।[bangla_date]।[bangla_day]

দামুড়হুদায় ছষ্ঠ দিনের লকডাউনে কঠর অভিজান

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ নাহিদ হাসান দামুড়হুদা উপজেলা প্রতিনিধিঃ

দামুড়হুদা উপজেলায় ৬ষ্ট দিনের লকডাউনে দামুড়হুদার এসিল্যান্ড (ভূমি অফিসার ) সুদীপ্ত কুমার সিংহ ভ্রামমান আদালতের মধ্যদিয়ে সরকার নির্দেশীত সকল প্রকার বিধিনিষেধ না মানায় ২টি দোকান সিলগালা সহ সর্বমোট ১২,৫০০ টাকা জরিমানা করেন।

তিনি সাংবাদিকদেরকে জানান বুধবার (২৮ ই জুলাই) ৬ষ্ট দিনে বিজিবির সমন্বয়ে সকাল হতে দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর-সুবলপুর-জিরাট-পারকৃষ্ঞপুর-মদনা- দর্শনা সহ-লোকনাথপুর-জয়রামপুরে লকডাউন বাস্তবায়ন তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মাস্ক না পরায় দর্শনার ২ টি ফার্মেসির মালিককে জরিমানা জয়রামপুর ও রঘুনাথপুরে ইলেকট্রনিকস দোকান খোলা রাখায় ২ টি দোকান সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। কাজবিহীন বের হওয়ায় ৫টি মোটরসাইকেল জব্দ করে তাদের পিতামাতার হেফাজতে দেওয়া হয়েছে।

জিরাটে একটি বালুটানা ট্রাক্টর জব্দ ও ১০,০০০/ জরিমানা করা হয়েছে। চায়ের দোকানে মাস্ক না পরে আড্ডা দেওয়ায় মদনায় ৫ জনকে,জয়রামপুরে ৩ জনকে ও পারকৃষ্ণপুরে ৩ জনকে জরিমানা ও ৪ জনকে ২ ঘন্টার আটকাদেশ দেওয়া হয়েছে ।

মামলা ১০ (১৯ জনকে) মোট অর্থদণ্ড ১২,৫০০/(বারহাজার পাঁচশত টাকা) ধারাঃ দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯,সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬। তিনি আরো বলেন জনস্বার্থে এই ভ্রামমান অভিযান চলবে একই সাথে আরো বলেন লকডাউনে এই বাকি দিন গুলো মাস্ক পরা অভ্যাস করি,সরকার নির্দেশীত সকল প্রকার বিধিনিষেধ মেনে চলি। ঘরে থাকুন সুস্থ থাকুন,করোনা মুক্ত সমাজ গুড়ুন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *