[english_date]।[bangla_date]।[bangla_day]

ঝিনাইদহের কোটচাঁদপুর মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত -৩।

নিজস্ব প্রতিবেদকঃ

কোটচাঁদপুর ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুর মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভ্যানচালক সলেমান (৬০), দেড় বছরের শিশু রাফান ও খুকুমণি (৭)। অন্যদিকে আহতরা হলেন অন্তর (২৫), রিমা খাতুন (২৫), শিউলি (৫০), আলামিন (৬৫)।

এ ঘটনায় কালীগঞ্জ উপজেলার অন্তর হোসেন নামে আহত এক ব্যক্তি বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনিসহ কয়েকজন লেগুনায় করে সার্জিক্যাল মালামাল নিয়ে সাপ্লাই দিতে কোটচাঁদপুর শহরে যাচ্ছিলাম। লেগুনাটি স্থানীয় পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা মাইক্রোবাস ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুই শিশুসহ তিনজন মারা যায়।’

হাসপাতালে নিহতদের স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকাবিষয়টি নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারুনী পাশা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে। আহত হয়েছেন পাঁচজন। এদের মধ্যে চারজনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। আর এই হাসপাতালে ভর্তি রয়েছেন একজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’

ঘটনার সত্যতা নিশ্চিত করছেন কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন (ওসি)।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *