নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-
বিলাইছড়িতে জেলা পুলিশ রাঙ্গামাটি পার্বত্য জেলা কর্তৃক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মোট ৪০ পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ( ০ ৯ মে) ২ঃ০০ ঘটিকা সময় বাজার মাঠে সহায়তা প্রদান করেন মোঃ মীর আবু তৌহিদ,বিপিএম (বার),পুলিশ সুপার রাঙ্গামাটি পার্বত্য জেলা। তিনি ০২নং ইউনিয়ন কেংড়াছড়ি বাজার আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া স্থান পরিদর্শন সময় ক্ষতিগ্রস্ত ৪০ জন ব্যাবসায়ী পরিবারের মাঝে এ-সব ত্রান সহায়তা প্রধান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,মোঃ মারুফ আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাঙ্গামাটি পার্বত্য জেলা মহোদয়, মোঃ জাহিদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)রাঙ্গামাটি পার্বত্য জেলা, মোহাম্মদ আলমগীর,অফিসার ইনচার্জ বিলাইছড়ি থানা
এ ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিবৃন্দ, বিলাইছড়ি থানা পুলিশ সদস্য সহ ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিম্নোক্ত সামগ্রী দেওয়া হলো-চাউল= ১৫ কেজি, ডাল= ০২ কেজি।আলু= ০৫ কেজি, সয়াবিন তৈল= ০২ লিটার, চিড়া= ০২ কেজি, চিনি= ০১ কেজি। লবন= ০১ কেজি, বিস্কুট= ০২ প্যাকেট।
উপজেলা প্রতিনিধি।
০৯/০৫/২৯২৩ইং।
Leave a Reply