নিজস্ব প্রতিবেদকঃ

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে ১৮ বছর ধরে আত্মগোপনে থাকা হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রফিক মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। রফিক মিয়া দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আলাউদ্দিন মোল্লার পুত্র। জানা যায়, প্রায় ১৮ বছর আগে রহমতপুর গ্রামের কালার মা নামের এক যুবতীকে অপহরন করে দুর্বৃত্তরা। অপহরনের ১৫দিন পর ওই যুবতির মরদেহ রহমতপুর খেয়া ঘাট থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় যুবতীর পিতা কমরুজ আলী বাদী হয়ে রফিক মিয়াসহ ২জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে দীর্ঘ ১৮ বছর ধরে পলাতক থাকা ওই মামলার প্রধান আসামী রফিক মিয়াকে গ্রেফতার করে। ##
Leave a Reply