[english_date]।[bangla_date]।[bangla_day]

কৈয়া বাজারে জনতার হাতে ইজিবাইক চোর চক্রের দুই সদস্য আটক।

নিজস্ব প্রতিবেদকঃ

তুষার কবিরাজ (খুলনা)প্রতিনিধি।

খুলনার হরিণটানা থানার খুলনা-সাতক্ষীরা সড়কের কৈয়া বাজার এলাকা থেকে গত ২৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় ইজিবাইক চোর চক্রের দুই সদস্য মোঃ শাহিন আলম(২৭) ও মিঠু হাওলাদার (২৩)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এই চক্রটি দীর্ঘদিন ধরে কৈয়া বাজার ও আশপাশের এলাকা থেকে ইজিবাইক চুরির ঘটনার সাথে জড়িত থাকতে বলে সন্দেহ কারা হচ্ছে। বিভিন্ন সময় ইজিবাইক চুরির ঘটনার সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে এই চোর চক্রের সদস্যদের চিনতে পারে স্থানীয়রা। আটককৃত চোর চক্রের দুজনেই খুলনা মহানগরীর ৫ নং ঘাট এলাকায় বসবাস করে। এ বিষয়ে জানতে চাইলে হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন, আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী ইজিবাইক উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। একজন ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *