[english_date]।[bangla_date]।[bangla_day]

কেশবপুরে থানা পুলিশের হাতে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদকঃ

আজিজুর রহমান,কেশবপুর (যশোর)প্রতিনিধি:

কেশবপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের বিভিন্ন এলাকা ও মঙ্গলকোট গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে পৃথক পৃথক মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার ভোগতী গ্রামের শওকত আলীর ছেলে সেলিম হোসেন (৩২), বালিয়াডাঙ্গা গ্রামের ইসমাইল খাঁর ছেলে আলমগীর হোসেন (৩৪) ও উপজেলার মঙ্গলকোট গ্রামের শাহাজাহান গাজীর ছেলে বিল্লাল গাজী (৩৫)।
থানা সূত্রে জানা গেছে, ৩ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমানের দিকনির্দেশনায় পুলিশ উপ-পরিদর্শক হাসান মাহমুদ, সহকারী পুলিশ উপ-পরিদর্শক ফিরোজ, রহমত ও তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পৌর শহরের হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে সেলিম হোসেন (৩২) কে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-৩। একই অভিযানে শহরের মাইকেল গেট সংলগ্ন এলাকা থেকে আলমগীর হোসেন (৩৪) কে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-৫।
অপরদিকে পুলিশ উপ-পরিদর্শক আবুল হোসেন, বিদূষ বিশ্বাস, জুয়েল ও সহকারী পুলিশ উপ-পরিদর্শক মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মঙ্গলকোট গ্রামের পাঁচপোতা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলকোট গ্রামের বিল্লাল গাজী (৩৫) কে ১০৩ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-৫।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে সোমবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত উপজেলা গড়তে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *