নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সেলিম রেজা,
কেশবপুর,
যশোর।
বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল প্রথম প্রহর থেকে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে যশোরের কেশবপুরে।
রাস্তায় বিভিন্ন যানবাহন দেখা যাচ্ছে কিন্তু যাত্রী পরিবহন কোন বড় গাড়ি চলছে না । এছাড়া দূর পাল্লার কোন গাড়ি ছেড়ে যাচ্ছে না। হরতালের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের পক্ষ থেকে কেশবপুর বাজারে মাইকিং করে হরতালের বিরুদ্ধে সাধারণ জনগণকে সচেতন করা হয় ।সেখানে দোকানপাট খোলা রাখা এবং গাড়ি চালানোর নির্দেশ দেয়া হয়।
কেশবপুর বাজারে বিএনপি’র ডাকা হরতাল চলাকালীন সময় বিএনপির কোন নেতা কর্মীকে রাস্তায় দেখা যাচ্ছে না ।
পরিবহন কাউন্টারে যেয়ে দেখা গেছে সকাল থেকে কোন পরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। বর্তমান সময়ে যাত্রী এবং জনসাধারণের মধ্যে একরকম চাপা ভীতি বিরাজ করছে।
Leave a Reply