নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সেলিম রেজা,
কেশবপুর,
যশোর।
কেশবপুরে মানসিক প্রতিবন্ধী সোহানা খাতুন (১৫) নামে এক কিশোরী মেয়ে গত ২৩ দিন ধরে নিখোঁজ হয়েছেন।
এ ঘটনায় সোহানা খাতুেনর ফুফু ফেরদৌসি বেগম বাদী হয়ে গত ৩ অক্টোবর মঙ্গলবার ২০২৩ কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন
যার নং ১৪১। থানার ডায়েরী সুত্রে জানা গেছে উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর গ্রামের মৃত মিলন সানার মেয়ে সোহানা খাতুন (১৫) গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে টার দিকে নিজ এলাকা থেকে নিখোঁজ হন।
সোহনা খাতুনের ফুফু ফেরদৌসি বেগম কান্না জড়িত কণ্ঠে এই প্রতিনিধি কে বলেন, আপনারা আমার সোহানাকে খুজে দেন। কোন ব্যক্তি তার সন্ধান পেলে স্থানীয় থানায় অথবা এই মোবাইল নম্বরে (০১৭৭০০৯৩৯৪১) যোগাযোগ করতে অনুরোধ করেছেন তিনি।
এ ব্যাপারে কেশবপুর থানার ভাল্লুক ঘর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন,আমরা সোহানা খাতুন কে উদ্ধারের জন্য চেষ্টা অব্যহত রেখেছি।
Leave a Reply