[english_date]।[bangla_date]।[bangla_day]

কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়েশিশুকন্যা সোনিয়া ও সর্মিলা দুই বোনের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ রুমন হোসেন
কুষ্টিয়া প্রতিনিধি।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়ন পরিষদের ০৪ নং ওয়ার্ডের দিঘলকান্দি গ্রামের একই পরিবারের সোনিয়া (৭) ও উর্মিলা (২) বছর বয়সী আগুনে পুড়ে মর্মান্তিকভাবে মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

রান্না চুলায় দিয়ে মা পানি আনতে গিয়েছিল। এ সময় শিশু দুটি ঘরের বাইরে খেলছিল। হঠাৎই চুলার আগুন ছড়িয়ে পড়লে অবুঝ শিশু দুটি ভয়ে দৌড়ে ঘরে ঢুকে পড়ে। এ সময় পুরো বাড়ী জুড়ে আগুন ছড়িয়ে পড়লে শিশু দুটি ঘরের ভিতরই মুহুর্তেই পুড়ে মারা যায়।
এতে গ্রামের দুখী মিয়ার দুই মেয়ে সোনিয়া খাতুন (১০) ও সুমাইয়া খাতুন (২) পুড়ে মারা যায়। আগুনে দুঃখী মিয়ার ঘর ছাড়াও পার্শ্ববর্তী ওসমান আলীর ঘরও পুড়ে যায়।

মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সবুজ হোসেন দুই শিশু কন্যার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, গতকাল ৩টায় দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘরের ভেতর থেকে দুই বোনের পোড়া মরদেহ উদ্ধার করে।

স্থানীয় দীঘলকান্দি পুলিশ ক্যাম্পের এস আই জামাল হোসেন বলেন কোন অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি দমকল কর্মীরা। তবে রান্নাঘরের চুলা অথবা বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুন সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আয়তনে কুষ্টিয়ার বৃহত্তর উপজেলা হলেও দৌলতপুরে কোন ফায়ার স্টেশন নেই। এ কারণে দূরবর্তী মিরপুর উপজেলা থেকে দমকল কর্মীরা যায় আগুন নেভাতে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *