[english_date]।[bangla_date]।[bangla_day]

কয়রায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে  দেয়াড়া অন্তাবুনিয়া ও ২নং কয়রা মধ্যবিল চ্যাম্পিয়ন।

নিজস্ব প্রতিবেদকঃ

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ 

খুলনার কয়রায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের  ফাইনাল খেলায় দেয়াড়া অন্তাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বালাহরিচরণ মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে। অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ২নং কয়রা মধ্যবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও এস ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
  ৩১ জুলাই বিকাল ৩ টায় কপোতাক্ষ মহাবিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম ও কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহানওয়াজ শিকারী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ইসলামুল হক মিঠু, ভূধর চন্দ্র সানা, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সদর উদ্দিন আহমেদ, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, আঃ খালেক, এসকেন্দার আলী, আঃ ছালাম, শিক্ষক মোঃ আলমগীর হোসেন, এস এম নুরুল আমিন নাহিন, বিল্যাল হোসেন প্রমুখ। খেলা পরিচালনা করেন, শিক্ষক মনোয়ার হোসেন, দবীরঞ্জন মণ্ডল, বিল্যাল হোসেন, পরিতোষ মন্ডল, মোঃ নুর মোহাম্মাদ ও আঃ জলিল। শত শত দর্শক আনন্দঘোন পরিবেশে খেলাটি উপভোগ করেন।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ৩১/০৭/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *