
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:- বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সহযোগী ও অঙ্গ সংগঠন, সকল ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দরা ২৯৯ নং আসনে্ মনোনীত প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ানের প্রচারণায় লিফলেট বিতরণ করেন।
বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি ) ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামশু তঞ্চঙ্গ্যা’র নেতৃত্বে ফারুয়া বাজার, গোয়াইনছড়ি, সহ বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে এইসব লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র সমূল্য হেডম্যান, রিনলম পালম,চন্দ্র তঞ্চঙ্গ্যাসহ ইউনিয়ন, ওয়ার্ডের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত সভায় বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ওয়ার্ড পরিচিতি সভার মূল উদ্দেশ্য হলো প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান এর পক্ষে জনসমর্থন তৈরি করা, ভোটারদের মন জয় করা এবং দলের পক্ষে ভোট নিশ্চিত করা। ভোটারদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং একটি সঠিক ভোট একটি এলাকার এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে।