[english_date]।[bangla_date]।[bangla_day]

ইংরেজী বর্ষের প্রথমেই বৃষ্টি:জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদকঃ

সোনাই ডেক্স: মধ্যরাত থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি; রাত বাড়ার সঙ্গে সঙ্গে একটু করে বাড়লেও সকালে এসে বেড়েছে আরও, এই বৃষ্টিতে বাড়িয়ে দিয়েছে ঠান্ডাকবলিত মানুষের দুর্ভোগ। ২০২০ সালের প্রথম বৃষ্টি এটি।

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানেই বৃষ্টির খবর পাওয়া গেছে। এর সঙ্গে রাত থেকে শীতও পড়ছে গত কয়েকদিনের তুলনায় বেশি। এর মধ্য দিয়ে আবহাওয়া অধিদফতরের আরেকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাসের দিকেই এগিয়েছে দেশ।

শুক্রবার সকাল থেকে বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তাঘাট কিছুটা ফাঁকাই ছিল। তবে ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে বেড়েছে সময়; কর্মব্যস্ত মানুষ ছুটছেন বিভিন্ন স্থানে। এতেই দুর্ভোগে পড়তে হচ্ছে।

বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষ যারা খোলা আকাশের নিচে রাত কাটান তাদের দুর্ভোগ সবচেয়ে বেশি। বৃষ্টিতে জমেছে কাদাপানি। চলতে ফিরতে গণপরিবহনের সুবিধা কিছুটা কমে যাওয়ায় রিক্সাসহ কিছু পরিবহনের ভাড়া বেড়েছে।

আবহাওয়া অধিদফতর সুত্র জানায়, এই বৃষ্টিপাত চলবে আগামী রবিবার পর্যন্ত। এতে তাপমাত্রা আরো কমে শীত বেশি অনুভূত হতে পারে। এছাড়া চলতি মাসের মাঝামাঝি ও শেষ সপ্তাহে মোট ৩টি শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে দেশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *