নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সেলিম রেজা, কেশবপুর, যশোর।
বর্তমান সময়ে বাংলাদেশ যখন মাছ চাষে বিশাল সম্ভাবনা দেখছে । ঠিক তখনি মাছের মৃত্যু ঘটছে।
আবহাওয়ায় তারতম্যের পরিপ্রেক্ষিতে ঘের ব্যবসায়ীদের মুখের হাসি ম্লান হতে চলেছে।
এখন প্রতিনিয়ত আবহাওয়ার পরিবর্তন ঘটছে । যেমন হঠাৎ প্রচন্ড গরম আবার রাতে ঠান্ডা। দুই দিন ধরে খুব গরম আবার কিছুটা ঠান্ডা যার পরিপ্রেক্ষিতে পানিতে অক্সিজেন ফেল করছে।
এরই ধারাবাহিকতায় মাছ মারা যাচ্ছে । বিশেষ করে যাদের ঘেরে চিংড়ি মাছ এবং সিলভার কাপ মাছ আছে তাদের জন্য মহা বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। একজন ঘের মালিকের সাথে কথা হল , তিনি বললেন এই মুহূর্তে পানিতে অধিক পরিমাণে অক্সিজেন সাপ্লাই দিতে হবে অন্যথায় মাছের মৃত্যু রক্ষা করা যাবে না।
এদিকে সাবেক চেয়ারম্যান ১১ নং হাসানপুর ইউনিয়ন । প্রভাষক জুলমাত আলী সাহেবের সঙ্গে কথা বলে জানা গেছে ওনার ঘেরে বর্তমানে মাছের মৃত্যু দেখা দিয়েছে, অনেক ধরনের ঔষধ প্রয়োগ করেছে কিন্তু সঠিক কোন সমাধান আসছে না।
কেশবপুর নুরিতলা গ্ৰামের ঘের ব্যবসায়ী শাহীন আলমের সাথে কথা বলে জানা গেছে ওনার ঘেরে প্রচুর সিলভার কাপ এবং মিনার কাপ মাছ মারা গিয়েছে এই দুই দিনে । যার ক্ষতি পরিমাণ অনেক টাকার ।
অন্যদিকে কেশবপুর কাটা খালি হিরার মোড় ঘের ব্যবসায়ী মানিকের সাথে কথা বলে জানা গেছে ওনার ঘেরে বর্তমানে চিংড়ি, সিলভার কাপ এবং মিনার কাপ মাছ মারা যাচ্ছে।
সব জায়গায় একটা সমস্যা অক্সিজেন ফেল করছে।
অন্য প্রান্তে খুলনা গিলে তলা ঘের ব্যবসায়ী গাজী সালাউদ্দিন সাহেবের সাথে কথা বলে জানা গেছে – তাহার ঘেরে এখনো এই ধরনের কোন সমস্যা দেখা দেয়নি । তবে ভবিষ্যতে কি হবে তিনি এখনো কিছু বলতে পারছে না।
Leave a Reply