নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
আগামীকাল বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব বিদ্যাদেবী সরস্বতীপূজা। হিন্দু ধর্ম ও শাস্ত্র মতে, এ দিনটিতে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন। দিনটিকে বলা হয় ‘বসন্ত পঞ্চমী’। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে জ্ঞান পিপাসু বিদ্যার্থীরা সরস্বতী দেবীর অর্চনা করে থাকে দেবীর পূণ্যদৃষ্টি লাভের প্রত্যাশায়। এ জন্য ভক্তবৃন্দ, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে সরস্বতী পূজার আয়োজন করে।
দেবী ভাগবত পূরাণ অনুসারে, দেবী আদ্য প্রকৃতির তৃতীয় অংশে দেবী সরস্বতীর জন্ম। তিনি শ্রীকৃষ্ণের জিহ্বাগ্র থেকে উৎপন্ন হয়েছেন। সরস্বতী বাক্য, বুদ্ধি, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, সকল সংশয় ছেদ কারিণী ও সর্ভসিদ্ধ প্রদায়িণী এবং বিশ্বের উপজিবীকা সরূপিণী। ব্রহ্মা তাকে প্রথম পূজা করেন। পরে জগতে তাঁর পূজা প্রতিষ্ঠিত হয়। সরস্বতী শুক্লাবর্ণা, পীতবস্ত্রধারিণী এবং বীণা ও পুস্তকহস্তা। পরে শ্রীকৃষ্ণ জগতে তাঁর পূজা প্রবর্তন করেন মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। আজ বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে তিথি শেষ হবে। ইতোমধ্যে পূজার আয়োজন সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে রাজধানীর রামকৃষ্ণ মিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন মন্দির, মণ্ডপসহ সকল স্থানে আজ সন্ধ্যায় পূজার আয়োজনে ব্যস্ত থাকবে। যেহেতু আজ বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পঞ্চমী তিথি শুরু হয়েছে সেহেতু সন্ধ্যা ৭টি থেকে পূজা শুরু হয়ে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পূজা উদযাপন করে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে বীদ্যাদেবী বাগবাণী সরস্বতী দেবীর পূজার সমাপ্তি ঘটবে।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ২৫/ ০১/২৩ ইং।
Leave a Reply