সাহিদুল ইসলাম নয়ন মাগুরা
মাগুরা সদর উপজেলার ৪নং বগিয়া ইউনিয়নে সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রীর নির্দেশে চলছে টিকাদান কর্মসূচী ৷
বগিয়া ইউনিয়নের ৩টি কেদ্রে চলছে টিকাদান বরই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ ,২, ৩ নং ওয়ার্ডের লোকজন টিকা নিচ্ছেন
সরজমিনে যেয়ে দেখা যায় মানুষ অধীর আগ্রহ নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন ৷ লক্ষ ভিত্তিক ২০০ শত ডোজ হওয়ায় অনেক কে নিরাশ হয়ে ফিরে যেতে দেখা যায় ৷ এ প্রসঙ্গে বরই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব প্রাপ্ত পরিসংখ্যানবীদ অন্জনা রাণী দাস এর সংগে কথা বলে জানা যায় তিনি বলেন, আমাদের টার্গেট ২০০ শত ডোজ এ কারনে অনেকে টিকা পাননি , তাছাড়া অনেকে রেজিস্টশন করেন নাই ৷
সদর উপজেলা স্বাস্হ্য সহকারী মোঃ ফয়জুল কবির
বলেন আমাদের এ টিকাদান কর্মসূচি চলমান চলবে আগামী ১২ তারিখ পর্যন্ত এসময়ের মধ্যে রেজিস্ঠেশন করে টিকা নিতে পারবেন ৷ আগামী ১৪ তারিখ শুরু হবে দ্বিতীয় ডোজের টিকা পর্যায়ক্রমে সবাই নিতে পারবেন কারও হতাশ হওয়ার কিছু নাই ৷
Leave a Reply