মো:জাকারিয়া নেত্রকোনা জেলা প্রতিনিধি।
নেত্রকোনা আটপাড়া অভয়পাশা বাজার হতে বাশাটি পূর্ব পাড়া- সাই ঢলি নদী পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা।
এই রাস্তা দিয়ে দেশিউড়া,রামেশ্বরপুর ও কেন্দুয়া থেকে দৈনিক হাজারো মানুষের যাতায়াত রয়েছে।
জরুরী বিষয় হচ্ছে,কোন জরুরী রোগী বা গর্ভবতী কোন নারী হসপিটালে যাওয়ার আগেই এই রাস্তা যেতে যেতেই, মা ও শিশু দুজনেই দূর্ঘটনার সম্মুখীন হতে হয়
সাধারণ মানুষ বলেন এই অঞ্চলের নেতারা মানুষকে নির্বাচন আসলে রাস্তা করে দিবে আশ্বাস দিলেও নির্বাচন শেষ হয়ে গেলে আর কাজে আসে না
প্রতিদিন এই সমস্যার সম্মুখীন হচ্ছে স্কুল ও মাদ্রাসা গামী ছাএ ছাএী সহ এলাকাবাসী দীর্ঘ দিনের সমস্যার সমাধান চায় এলাকাবাসী। তাই বিষয়টি কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন
Leave a Reply