প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২১, ৪:২৪ পূর্বাহ্ণ
কয়রায় অক্সিজেন সিলিণ্ডার, জরুরী ঔষধ, টেলিমেডিসিন সেবা ও করোনা চিকিৎসা সেল উদ্বোধন।
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
'সেবাই ধর্ম, করোনা মুক্ত হোক পৃথিবী” এই শ্লোগানকে সামনে রেখে কয়রায় করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় মানুষের জীবন রক্ষার জন্য খান সাহেব কোমর উদ্দীন কলেজ ও খ- ১৩ এর উদ্যোগে ডাঃ খান আহমেদ হেলালীর সার্বিক ব্যবস্থাপনায় করোনা চিকিৎসা সেল এর উদ্বোধন করা হয়েছে।
২৮ জুলাই, বুধবার বিকাল ৫ টায় খান সাহেব কোমরউদ্দীন কলেজের হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে অত্র কলেজের সভাপতি ডাঃ খান আহমেদ হেলালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করোনা চিকিৎসা সেলের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। প্রভাষক শাজহাবাজ আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, কয়রা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন, খান সাহেব কোমরউদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, কয়রা প্রেস ক্লাবের সভাপতি এসএম হারুন অর রশীদ, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, আমাদী ইউনিয়নের নৌকার প্রার্থী জিয়াউর রহমান জুয়েল, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক নির্মল কুমার দাস, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, জাকারিয়া, বায়জিদ সহ খান সাহেব কোমরউদ্দীন কলেজের প্রভাষক মণ্ডলী। প্রধান অতিথি সাংসদ আকতারুজআজামান বাবু বলেন, কয়রা পাইকগাছার করোনা আক্রান্ত মানুষ যাতে অক্সিজেনের অভাবে মারা না যায় সে জন্য আকতারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক করেছি এবং যাতে করে সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠন কে সহযোগীতা করার জন্য উৎসাহিত করার জন্য আমার নামে করেছি। আজকে ডাঃ খান আহমেদ হেলালী এবং খান সাহেব কোমরউদ্দীন কলেজ ও এল -১৩ এর উদ্যোগে অক্সিজেন সিলিণ্ডার, জরুরী ঔষধ, টেলিমেডিসিন সেবা ও করোনা চিকিৎসা সেল এটি একটি উজ্বল দৃষ্টান্ত। যা কয়রা উপজেলার মানুষের শ্বাসকষ্টজনিত রোগীদের জীবন বাঁচাতে সহায়ক হবে।
তিনি আরওো বলেন, বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিতে সরকারের পাশাপাশি যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসে তাহলে মানুষ প্রাণহানি থেকে রক্ষা পাবে। কলেজের সভাপতি ডাঃ খান আহমেদ হেলালী বলেন, বর্তমান এই সংকটাপন্ন সময়ে কোন রোগীর সমস্যা দেখা দিলে আমি ভিডিও কলের মাধ্যমে সেবা দেব তাই সেটা রাত ১২ টা হোক ১ টা হোক। এবং যে কোন সময় আমি সর্বক্ষণ মেসেঞ্জারে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা ও জরুরী ঔষধ সেবা দেব ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে অক্সিজেন সিলিণ্ডার, জরুরী ঔষধসহ সেচ্ছাসেবীদের ব্যক্তিগত প্রোটেকশন ইকুইপমেন্ট সরঞ্জাম আকতারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক পরিচালনাকারী এ্যাডঃ আরাফাত হোসেন, জাকারিয়া ও বায়জিদের হাতে তুলে দেন। উল্লেখ্য উক্ত অক্সিজেন সিলিণ্ডার, জরুরী ঔষধ ও টেলিমেডিসিন সেবার কার্যক্রম পরিচালনা করবেন আকতারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক।
সম্পাদক : নিবাস ঢালী । বার্তা সম্পাদক : আশিষ কুমাৱ সাহা । প্রধান কার্যালয় এবং বার্তা অফিস : ৬৪/১,(খ) হাজী ইসমাইল লিংক রোড ৯১০০ খুলনা। বি:দ্র: এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । Copyright © 2022 banglarprottoy.com. All rights reserved.