মোঃমাহবুর রহমান ।
নিশিতে পাখীরা সব
গেয়ে উঠে গান।
তাই দেখে খুশিতে ভরে
বাংলা মায়ের প্রান।
রোদে পুড়ে ধুলোয় মিশে
পল্লী খোকা ছোটে আসে।
জড়ে ধরে করছে আদর
কেঁপে উঠে শরীর থর থর,
না খেয়ে আছে দিন ভর।
এতো আদরের মাঝে যেন
হঠাৎ করে নিভে গেলো,
জননীর আত্মার প্রদীপ।
আবারো আসি ফিরে
গ্রীষ্মের রোদে পুড়ে।
ধরেনা কেউ মানিক বলে
আয় ছুটে আমার আঁচলে।
কুড়ো ঘরে আছে আজও
জননীর ছোট্ট পানের বাটা।
তারিপাশে রয়েছে রাখা
তার জায়নামানের পাটিটা।
ঘুমের মাঝে স্বপ্নে দেখি
নামাজ পড়ছে সেখানে।
মা বলে তাই ছুটে গেলাম
তার জায়নামাজের ধারে।
দেখলাম নেই আর মা
আছে সেই পাদুলিটা।
নত মস্তকে খোদার কাছে
দু -হাত তুলিলাম আজ।
জান্নাতে দিও সঁপে আজ
খোদা মোর শ্রদ্ধার সাঁজ।