রাকিব মাহমুদ ডাবলু
ঃ বগুড়ার গাবতলীতে এই প্রথম আজ সোমবার ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৬ষ্ট ধাপের এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ উপজেলার শুধুমাত্র নেপালতলী ও সোনারায় ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুই ইউনিয়নে মোট ১২জন চেয়ারম্যান প্রার্থী জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। নেপালতলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম বাবু (নৌকা মার্কা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার হায়দার গামা (ঘোড়া), আইয়ুব মাষ্টার (চশমা), মনিরুল ইসলাম (আনারস), আবু নাহিদ কবীর মনা (অটোরিক্সা) এবং সবুজ মিয়া। সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আলতাফ আলী (নৌকা মার্কা), ইঞ্জিনিয়ার নাজমা আকতার (আনারস), হেলাল উদ্দিন (অটোরিক্সা), আব্দুল হালিম (ঘোড়া), আজাদুল ইসলাম (মোটর সাইকেল) এবং সাইফুল ইসলাম (চশমা মার্কা)। সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইউভিএম এর মাধ্যমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই ইউনিয়নের মোট ২০টি ভোট কেন্দ্রে মোট ৪৩ হাজার ৩’শ ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে সোনারায় ইউনিয়নে ২৩ হাজার ৩৮ ভোট এবং নেপালতলী ইউনিয়নে ২০হাজার ২’শ ৮৫ ভোট। উপজেলা নির্বাচন ও রিটার্ণিং অফিসার রুহুল আমীন জানান, ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে মাঠে নিয়োজিত থাকছেন ২টি ইউনিয়নে ২জন ম্যাজিষ্ট্রেট, ৩প্লাটুন বিজিবি ও ৪টি মোবাইল টিম। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও ১৪জন করে আনসার সদস্যরা ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন। এছাড়াও র্যাব সদস্যরা সকল কেন্দ্রে টহলে থাকবেন। ইতিমধ্যে সকল ভোট কেন্দ্রে ইভিএম মেশিনসহ প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যরা ভোটকেন্দ্রে পৌঁছেছেন। রিটার্ণিং অফিসার রুহুল আমীন আরো বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলপ্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। ইভিএমএ শতভাগ বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ নির্বাচন গাবতলীবাসীকে উপহার দেয়া হবে। গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, নেপালতলী ও সোনারায় ইউনিয়নের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তবে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে প্রশাসন তা কঠোর হস্তে দমন করবে।