৪র্থ বারের মত চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ জলঢাকার তুহিন
তপন দাস
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলায় কাঠালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন ৪র্থ বারের মত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এ উপলক্ষে আজ সোমবার দুপুরে উপজেলার কাঠালী ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য ও বিদায়ী সদস্যদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব নুরুজ্জামান, কাঠালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক বসুনিয়া,সাবেক ইউপি সদস্য মমতাজ আলী, নবনির্বাচিত ইউপি সদস্য নন্দলাল রায় ও দুইবারের ইউপি সদস্য আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উদ্দোক্তা রোহিনী কান্ত রায়। এসময় নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা কাঠালী ইউনিয়নের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং মডেল ইউনিয়ন গঠনে সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।