রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃঃ
পশ্চিম সুন্দরবনের অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে গত এক সপ্তাহে বনবিভাগ কতৃক সাত জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে বনআইনে মামলা হয়েছে।
বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ সুত্রে প্রকাশ , গত ২০ সেপ্টেম্বর পশ্চিম সুন্দরবনের দোবেকি খাল সংলগ্ন মুক্ত বাংলা অভয়ারাণ্য এলাকা থেকে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের দোবেকী টহল ফাঁড়ির কর্মকর্তাবৃন্দ তিন জেলেকে আটক করেন।
দোবেকী টহল ফাঁড়ির ওসি শাদ -আল -জামিরের নেতৃত্বে আটককৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির গাইন বাড়ী গ্রামের মৃত আব্বাস শেখের ছেলে আইয়ুব শেখ, বাগেরহাট জেলার রামপাল থানার রামপাল সদর গ্রামের রহমান শেখের ছেলে ইমরান শেখ ও খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা গ্রামের ছবেদ খাঁর ছেলে আজিজুল খাঁ।
অপরদিকে ২২ সেপ্টেম্বর পশ্চিম সুন্দরবনে পুষ্পকাটি ষ্টেশন কর্মকর্তা ফারুক হোসেনের নেতৃত্বে সুন্দরবনের অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করা হয়।
আটককৃত চার জেলে হলেন শ্যামনগর উপজেলার বিড়ালক্ষ্মী গ্রামের মোঃ ফেরদাউস মোল্যা, জাহাঙ্গীর আলম ও জালাল উদ্দীন। এবং আটুলিয়া গ্রামের আব্দুল মাজেদ গাজী।
বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ বলেন অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে সকল জেলেকে আটক করা হয়েছে।
সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষক এম এ হাসান বলেন আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছবি- বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ কতৃক সুন্দরবনের অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে আটক জেলে।