রাফুল উদ্দিন, সুবর্ণচর,প্রতিনিধি:
“অনাগত ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা এবং সে সম্পর্কে চিন্তা করা মানুষ হিসেবে প্রত্যেকেরই অবশ্য কর্তব্য।” - জন ওজেল
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ১৭২তম সুবর্ণচর শাখা (১২ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় হারিছ চৌধুরী বাজার, হাবিব জাহান প্যালেসে উদ্বোধন করা হয়।
এসময় শুভেচ্ছা বক্তব্যে হাবিব জাহান প্যালেসের স্বত্বাধিকারী কাজী নজরুল ইসলাম বলেন, আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি সুবর্ণচরের আর্থ-সামাজিক উন্নয়নে সোশ্যাল ইসলামী ব্যাংক অপরীসিম অবদান রাখবে।
সুবর্ণচরে সোশ্যাল ইসলামী ব্যাংক এর শাখা উদ্বোধন উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী সুবর্ণচর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী উল্লেখ করেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড শরীআহভিত্তিক পরিচালিত দেশের অন্যতম একটি ব্যাংক। তিনি বলেন, এই ব্যাংক দেশের সর্বস্তরের জনগোষ্ঠীকে শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, এটিএম বুথ, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ইত্যাদির মাধ্যমে ব্যাকিং সেবা প্রদান করছে।
এরই ধারাবাহিকতায় হারিছ চৌধুরী বাজার সুবর্ণচরে ১৭২তম শাখাটি খোলা হল। তিনি আশা করেন, গ্রাহকরা আধুনিক প্রযুক্তি নির্ভর সব ব্যাংকিং সেবা এই শাখার মাধ্যমেই নিতে পারবেন।
পরে ২য় পূর্বে এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক, মাইজদী শাখা নোয়াখালী, মোহাম্মদ আব্দুস শহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগ এর আহ্বায়ক, সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট, মো. শাহীন সিরাজ, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সুলতানা চৌধুরী, চরজব্বার থানা অফিসার ইনচার্জ, জিয়াউল হক, ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ছায়েদুল হক ভূঁইয়া, হারিছ চৌধুরী বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মহিউদ্দিন মাস্টার, ওয়ান ব্যাংক সুবর্ণচর শাখার ব্যবস্থাপক, এক্সিম ব্যাংক সুবর্ণচর শাখার ব্যবস্থাপক সহ শতাধিক গণ্যমান্য ব্যাক্তি ও এসআইবিএল সুবর্ণচর শাখার গ্রাহক, শুভানুধ্যায়ীগন।