রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
সুন্দরবনের হরিণ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রাম থেকে মঙ্গলবার(৬ জানুয়ারী) সকালে উদ্ধার করেছে এলাকাবাসি। পর বনবিভাগ কর্তৃক হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।
আড়পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা বাপি জোয়ারদ্দার জানান সকাল ৭টার দিকে লোকালয়ে হরিণটিকে ঘোরাফেরা করতে দেখে গ্রামবাসির উদ্যোগে হরিণটি উদ্ধার করে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের আওতায় বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তাকে সংবাদ দেওয়া হলে বনবিভাগের সদস্যবৃন্দ হরিণটিকে সুস্থ অবস্থায় নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে সুন্দরবন কলাগাছিয়ায় অবমুক্ত করেন।
বনবিভাগের কর্মকর্তা রেঞ্জার ফজলুল হক বলেন লোকালয়ে চলে আসা হরিণটি উদ্ধার করে সুস্থ অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
এ বিষয়ে বনবিভাগের কর্মকর্তাবৃন্দ বলেন প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, খাবার সংকট ও বাঘের তাড়া খেয়েও মাঝে মাঝে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে।
উল্লেখ্য যে ইতিপূর্বে ডিসেম্বর’২৫ মাসে দুইটি হরিণ দুইবার লোকালয়ে চলে আসে গ্রামবাসির মাধ্যমে উদ্ধার করে সুন্দরবনে বনবিভাগ অবমুক্ত করেন।
ছবি- শ্যামনগরে লোকালয়ে চলে আসা উদ্ধারকৃত হরিণ ও পর অবমুক্ত।
রনজিৎ বর্মন
তাং-৬.১.২৬