রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
ম্যানগ্রোভ সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ওয়াইল্ডটিমের আয়োজনে বৃহস্পতিবার বার্ষিক টাইগার স্কাউট ক্যাম্পের আয়োজন করা হয়।
সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউপির বেডসের প্রশিক্ষণ কেন্দ্রে খুলনার কয়রা উপজেলা ও শ্যামনগর উপজেলার নির্ধারিত স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহণে টাইগার স্কাউট ক্যাম্পে টাইগার স্কাউটদের ভূমিকা, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় করণীয়, সুন্দরবন সংলগ্ন স্থানীয় জনগণের সাথে তাদের ভূমিকা এ ছাড়া অন্যান্য বিষয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক আলোচনা করেন ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার মোঃ আবু জাফর, ফিল্ড ফ্যাসিলিটেটর অমিত মন্ডল, গোলাম মোস্তফা, মুজিবুল রহমান।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ আনারুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে স্কাউটদের ভূমিকা ও সুন্দরবন সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানিয়ে অতিথির বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন।
ছবি- শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় টাইগার স্কাউট বার্ষিক সমাবেশ।