অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনাঃ
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীলকোমল অভ্যয়ারণ্যে কেদোর বালিরগাং নদীর ডানপাশের খাল এলাকায় বিশেষ অভিযাণ চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ ধরার অভিযােগে ২ টি ফিশিং ও ১ টি ইঞ্জিন চালিত ট্রলার আটক করেছে বন বিভাগ।
এ সময় জাটকা ইলিশ সহ বিভিন্ন প্রজাতির ৩শ কেজি পচা মাছ, ইলিশ ধরার জাল ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
জানা গেছে, সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ডঃ আবু নাসের মােহসীন হােসেনের নির্দেশক্রমে শুক্রবার বেলা ১১ টার দিকে নীলকােমল টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মােঃ আঃ হাকিমের নেতৃত্বে ও বন বিভাগের বিভিন্ন ইউনিটের সদস্যরা বিশেষ অভিযাণ চালিয়ে এ সকল ট্রলার, মাছ, জাল সহ অন্যান্য মালামাল আটক করতে সক্ষম হয়। অভিযাণ টের পেয়ে ট্রলারে থাকা অসাধু জেলেরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ফিশিং ট্রলারের আনুমানিক মুল্য প্রায় ১৫ লক্ষ টাকা। অভিযাণের সময় কােষ্টগার্ডের সদস্যদের সহযােগীতা নেওয়া হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ডঃ আবু নাসের মােহসীন হােসেন বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযাণ অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।