সিলেট জেলা শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার কমিটি গঠন
ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেট জেলা শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সাত সদস্য বিশিস্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। সম্প্রতি শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার জেনারেল সেক্রেটারী আবুল হাশেম ও দপ্তর সম্পাদক মঈন উদ্দীন কাজী মুরাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট জেলা শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত করেছেন।
বিশ্বনাথ উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলীকে আহবায়ক এবং সংগঠক হাবিবুর রহমানকে সদস্য সচিব করে অনুমোদনকৃত আহবায়ক কমিটিকে আগামী বছরের ৭ জানুয়ারীর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মজির উদ্দিন, খলিলুর রহমান, মীর মতিউর রহমান, হাজী রজব আলী, তওহীদ আহমদ।