এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃ
শুভ জন্মদিন সিলেট, ভালবাসার এই সিলেটের আজ জন্মদিন৷ অনেক উত্থান পতনের পর ১৭৮২ সালের ৩ জানুয়ারি জন্ম নিয়েছিল সিলেট ❤️
সুরমা গাঙের পাড় বাড়ি,শাহজালালের উত্তরসূরী, কথায় কথায় বেটাগিরি, আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি ‘ সিলেটি ভাষায় সিলেটের জনপ্রিয় এই আঞ্চলিক গানের সুরে আমিও বলি আমরা হক্কল সিলটি।
সিলেট, কারো কাছে আধ্যাত্নিক নগরী, কারো কাছে চায়ের দেশ, কেউবা বলেন ২য় লন্ডন, কারো চোখে প্রকৃতিকন্যা। এরকম ভিন্ন ভিন্ন নামে দেশবিদেশে সিলেটের পরিচিতিরও আছে যথেষ্ট যৌক্তিকতা। সে ইতিহাস লিখতে গেলে লম্বা হয়ে যাবে। যাইহোক, সিলেট কে যে যাই বলে ডাকেন, আমার কাছে সিলেট একটা আবেগের নাম, হৃদয়ের আস্থার রাজধানী। স্বপ্ন পূরণের শহর।