নাজমুল হক সনি, স্টাফ রিপোটারঃ-
নওগাঁর সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত মা সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসি সভাপতি মোতাহার হোসেন।
মা সমাবেশ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সকল অভিভাবকদের প্রতি সচেতনতা মুলক বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন,প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক প্রমুখ । এ সময় বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র - ছাত্রী ও প্রায় দুই শতাধিক অভিভাবক মায়েরা উপস্থিত ছিলেন।